এমবি কানিজ এর ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো।
আশ্চর্য হই দেশটার প্রতি কারো প্রেম নেই! সুযোগে কবি লেখক উকিল সাংবাদিক শিক্ষক গবেষক নায়ক নায়িকা গায়ক গায়িকা ব্লগার কলামিস্ট হুজুর পাগল সব শ্রেনী (আংশিক) নেমে গেলো সংঘাত বাড়াতে!রক্তের আর লাশের হিসাব চান? সত্য বলতে আর দ্বিধা নেই যদি বলি এ লাশ এ রক্ত এ সংঘাত আপনারা সৃষ্টি করেছেন? ভুল বলেছি? একদম না। আসোন তবে হিসাব টা মিলিয়ে দেই।
হাইকোর্ট রায় দিলো সঙ্গে সঙ্গে ছাত্ররা প্রতিবাদ জানালো! রাষ্ট্র সাধারন ছাত্রদের পক্ষে সে রায় স্থগিত করালো, আচ্ছা বর্তমান রায় স্থগিত করানো মানে তো আগের রায় বহাল। ছোট ছাত্র ছাত্রী চট করে রায়টা বুঝে উঠতে পারেনি রাস্তায় নামতে গেলো! ভালকথা আপনারা যারা আজ সুশিল সাজলেন তারা তো বড় মাথাওয়ালা!
আপনারা ছাত্রদের কিংবা তাদের সমন্বয়কদের ডেকে রায়টা বুঝান নি কেন? আমাদের দলীয় রা বুঝালে এরা মনে করতে পারে আমাদের লাভ লোকসান আছে,আপনারা বললে তো সঠিক টা বুঝতো! তাহলে পরবর্তী অপ্রত্যাশিত কিছু ঘটনা হয়তো ঘটতো না। কৈ বিবেক তো তখন জাগ্রত হয়নি আপনাদের?
দশ বারো জন নামীদামি স্বনামধন্য ব্লগার লেখক কিংবা সমাজের আইকন দের?
আজ কেন মাইক নিয়ে শান্ত দেশটাকে নিজেরা দলবেধেঁ চেটেপুটে খাওয়ার ধান্দায় মাঠ গরম করছেন?
তাহলে এ লাশ আর রক্ত আপনাদের বিবেকে,মনে মগজে লাগানো নেই? বুকে হাত দিয়ে বলতে পারবেন? সংঘাত কমাতে চাননি সংঘাতের দিকে দেশকে এগিয়ে দিলেন এক পা দু’পা করে।
রক্তের হিসাব আপনারা দিবেন একদিন মনে রাখবেন আপনাদের ষড়যন্ত্র বুঝেনি যারা তাঁরাও একদিন বলি হবে আপনাদের ফাদেঁ পা রাখার অপরাধে!
মাননীয় প্রধানমন্ত্রী কে তো দোষি বানিয়ে জাস্ট শো হিসাবে আন্দোলন করছেন!
মূল আন্দোলন তো ডলার খেয়ে মনে মগজে ৬ মাস আগেই বিক্রি বসে ছিলেন তখন নির্বাচন টা খেতে পারেন নি। তাই এখন সাধারন ছাত্রদের আন্দোলনে নিজেদের গেম ডুকিয়ে পূর্ব পরিকল্পনার জেরে নিজের আখের গুছাতে ব্যস্ত হয়ে পড়ছেন।
লোভ শুধু চেয়ারের লোভ! দেশটাতো ভাল চলছিলো শুধু লোভে পড়ে রক্তাক্ত প্রান্তর বানাতে চাচ্ছেন?
ছিঃ আপনারা একটা সুন্দর গুছানো দেশকে ধ্বংসের দ্বারে নিয়ে যাচ্ছেন কেবল নিজেদের ব্যক্তি লাভের নেশায়?
সবাই একজোট হলেন ছোট ছোট বাচ্চাদের লাশ আর রক্তের উদ্যম খেলায় মেতে উঠলেন? আর রক্ত লাশের হিসাব খুঁজেন? গলা ফাটান ছিঃ
নিজের বিবেক কে বলেন উত্তর পেয়ে যাবেন।
সরকার পতনের চিন্তা করার আগে মনে রাখবেন এই নষ্ট মাথাগুলো গোপনে আড়ালে আবডালে সবসময় একজোটে ছিলেন কিছু করতে পারেন নি! এখনো যদি শেখের বেটির উদ্দেশ্য সৎ থাকে আল্লাহ তাকে সেইভ করবে। রাখে আল্লাহ মারে কে!