সম্পাদকঃ জয় আরিফ।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “গাছ লাগান পরিবেশ বাচান” কর্মসূচির অংশ হিসাবে। ফেনী- ০১ (পরশুরাম, ফুলগাজি ও ছাগলনাইয়া) নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ জননেতা আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই এর নির্দেশে নির্বাচনী এলাকার ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় একযোগে বৃক্ষ রোপন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল সকাল ১০ টায় সবাই নিজ নিজ বাড়ির আঙ্গিনা থেকে পালন করুন। মাননীয় সাংসদ জননেতা আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার পৈতৃক নিবাস পরশুরাম গুথুমা চৌধুরী বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করবেন। অত্র এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রামবাসী সহ সর্বসাধারণকে সাথে নিয়ে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন।
গতকাল ০৬-০৭-২০২৪ ইং শনিবার ছাগলনাইয়া উপজেলা পরিষদ মাঠে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। এবং তিনি স্থানীয় জনগণের মাঝে গাছের চারা বিতরণ করেন। আজ সকাল ১০টা পৈতৃক নিবাস ০৭-০৭-২০২৪ ইং গুথুমা চৌধুরী বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করবেন।