সম্পাদকঃ জয় আরিফ।
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে বনজ, ফলজ ও ঔষধি ৫০ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ মহোৎসব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে পরশুরাম উপজেলায় গুথুমা চৌধুরী বাড়ির দরজায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে একযোগে ৩ টি উপজেলায় মহোৎসবের কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এরপর ছাগলনাইয়ার চাঁদগাজী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণ মহোৎসবে’ প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও ‘বৃক্ষরোপণ গাইড’ প্রধান করেন।
এসময় একযোগে তিন উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ যার যার বাড়িতে গাছের চারা রোপণ করেন।
এই কর্মসূচির আয়োজক সমাজকর্মী, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা আহমেদ মাহি রাসেল জানান, রোপণ ও বিতরণ করা বৃক্ষের মধ্যে ছিল পেয়ারা, মেহগনি, নিম, গামারি, কড়ইসহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের ১২০০ চারা। এছাড়া প্রত্যেককে দেওয়া হয় একটি করে ‘বৃক্ষরোপণ গাইড’, এই গাইডে কোথায় কী গাছ লাগানো উচিত এবং গাছ রোপণের সঠিক পদ্ধতি খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
এসময় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ আহবানে সাড়া দিয়ে ফেনীর ৩ উপজেলায় মানুষকে উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণ মহোৎসবের আয়োজন করা হয়। ৪০ হাজার চারা আমাদের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। এ চারাগুলো সবাইকে নিজ নিজ বাড়িতে লাগাতে দেয়া হয়েছে। এছাড়া ব্যক্তি উদ্যোগে আরও দশ হাজার চারা রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
৫নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান বক্তা ছিলেন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব সোলায়মান সুখন।
অনুষ্ঠানে সমাজকর্মী আহমেদ মাহি রাসেলের বাবা কবি ওবায়দুর রহমানের দুটি কাব্যগ্রন্থ ‘বিশেষ দ্রষ্টব্য’ ও ‘নর্মদা রমণী’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া আহমেদ মাহি রাসেলের উদ্যোগে প্রাইমারি ও হাইস্কুলের ৩০জন মেধাবী শিক্ষার্থী এবং জিপিএ ফাইভ প্রাপ্ত এক শিক্ষার্থীর হাতে সর্বমোট অর্ধ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি।