নবশিখা ডেস্কঃ
কোটা সমাচার।
আমার চাচা একজন মুক্তিযোদ্ধা(বীর প্রতীক) । যাদের জন্য আমরা স্বাধীন বাংলা পেয়েছি সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্পূর্ণ সন্মান, কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার বা আমাদের সবারই আছে এবং আজীবনই থাকবে।
দেখুন আমাদের দেশে এমনিতেই পড়াশুনা শেষে সকল মেধাবীদের চাকরির সুযোগ তুলনামূলক অনেক কম। সেই জায়গায় আমরা যদি আমাদের মেধার সঠিক মূল্য দিতে না পারি তবে তা হবে আমাদের জন্য চরম দূর্ভাগ্যের।
তাই আমি আমার স্বল্প জ্ঞান থেকে মনে করি এই সময়ে চলমান ছাত্রদের এই কোটা আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক এবং আমি এর সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি তবে প্রতিবন্ধী এবং আদিবাসী ভাইবোনদের প্রতি আমরা যতটুকু সম্ভব সহনশীল হতে পারি।
মন থেকে নিজের ব্যক্তিগত মতামত শেয়ার করার অধিকার নিশ্চই সবার আছে বলে আমি বিশ্বাস করি। তবে যদি আমার এই মতামত কারো অনুভূতি কে আঘাত করে তবে দয়া করে আমায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
আমি একটা কথা একেবারে স্পষ্ট করে বলছি “বাংলাদেশের ছাত্রসমাজের যে কোন যৌক্তিক আন্দোলনের সাথে আমি পূর্বেও ছিলাম, এখনও আছি এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ।”
প্রিয় ছাত্র ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের অধিকার আদায়ের আন্দোলন করছেন হয়তো সামনেও আরও করবেন তবে দয়াকরে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন জনগণের কোনোরকম ভোগান্তি না হয়।
শীঘ্রই গান আসতে পারে।❤️