সম্পাদকঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে শুরু হয় সারা দেশে ভাঙচুর ,অগ্নিসংযোগ ও খুনখারাপি।
এবং একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের উপরও শুরু হয় অমানবিক নির্যাতন তাদের বাড়িঘর ভাঙচুর, পূজা মন্ডপ ভাঙচুর ও অগ্নিসংযোগ। তাই সনাতনী সমাজ রাস্তায় নেমে এসেছে । এবং শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন একই সাথে অন্তবর্তীকালীন সরকারের কাছে ৪ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে
১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।
২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে।
৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্ধ করতে হবে।
-সনাতনী শিক্ষার্থী ঐক্য।
দু:ভাগ্য হচ্ছে সারাদেশ ব্যাপি সনাতনী সমাজের মানুষের উপর যেভাবে নির্মমতা, নির্যাতন, মন্দির ভাংচুর, লুটপাট চলছে তার বিরুদ্ধে শাহবাগে আজকের এই প্রতিবাদ সমাবেশে মানুষের ঢল নেমেছে।
অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে জনগনকে এই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন। এবং ধন্যবাদ জানিয়েছেন সেসব অন্য ধর্মের ভাইদের যারা সনাতনী সমাজের এই দু:সময়ে পাশে দাড়াচ্ছেন।