নবশিখা অনলাইন ডেস্কঃ
আজকের লেখাটা টাইম লাইনে রেখে দেন। বিশেষ করে যারা, শেখ হাসিনার পতন চাচ্ছেন। আপনাদের চাওয়া পূরণ হলে, এই দেশ হবে আফগানিস্তান ও পাকিস্তানের মত মৌলবাদী ও অস্থিতিশীল একটা দেশ।
নিশ্চয়ই ইরাক এবং লিবিয়ার স্বর্ণ যুগের কথা আপনাদের মনে আছে। একসময় সেখানে আমাদের দেশ থেকেও জনশক্তি রপ্তানি হতো। এখন এই দুটি দেশই ধ্বংসস্তূপ। নতুন প্রজন্মের যারা জানেন না, তারা ইতিহাস দেখে নিয়েন।
এই দুটি দেশের উন্নয়নে যাদের অবদান, সেই সাদ্দাম হোসেন এবং গাদ্দাফীর জন্য এখনও সেই দেশের মানুষ কান্নাকাটি করে।
তাদের দুজনকেই ধ্বংস করার জন্য প্রথমে দেশে এবং সারাবিশ্বে তাদেরকে স্বৈরাচার(!) বানিয়ে ইমেজ পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। দেশের মানুষকে ক্ষেপিয়ে তোলা হয়েছিলো।
ইরাক এবং লিবিয়ার মানুষ সময় থাকতে সেটা বুঝেনি। বাংলাদেশকে কি আপনারা সেই পথেই নিয়ে যেতে যাচ্ছেন?