সম্পাদকঃ জয় আরিফ।
সম্প্রতি বাংলাদেশ সফর শেষে কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট সহিংসতা ও পরবর্তী বাংলাদেশ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জার্মানভিক্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ বলেছেন, ‘এমন ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা সম্ভব নয়।’
ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভ ধ্বংস করে ফেলা হয়েছে। আমি যখন সেটা দেখলাম তখন আমার নিশ্চিত মনে হলো এটা সাধারণ শিক্ষার্থীদের কাজ না। আমিও বিশ্বাস করি এখানে তৃতীয়পক্ষ আছে, সেটা যেই হোক না কেন। তৃতীয়পক্ষটা কে সেটা আমি বলতে পারি না, তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। আন্দোলনকারীরাও বলছে তারা এই ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত নয়। এটা খুবই দুঃখজনক যে শান্তিপূর্ণ একটি আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো ‘
তার দেখা সহিংসতাকালে বাংলাদেশ ও বর্তমান পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে দেবারতি গুহ বলেন, ‘আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। কিছু সময় শিথিল করে কারফিউও চলছে। এখনও ঢাকা এবং ঢাকার বাইরে কিছু কর্মসূচি চলছে। আমি বাংলাদেশে থাকাকালীন হাসপাতালে গিয়েছি, যেখানে আহত অবস্থায় অনেকে চিকিৎসাধীন। সেখানে কেবল ছাত্র আছে তা নয়, পুলিশ এবং সাংবাদিকও রয়েছে। অন্তত চার জন সাংবাদিক নিহত হয়েছেন, আমাদের একজন প্রতিনিধিসহ অনেকে আহত হয়েছেন। আমার মনে হয়েছে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু শোক, প্রতিবাদ এখনও চলছে। শুরুতে পূর্ণাঙ্গ কারফিউ, এরপর দিনের একটা সময় শিথিল করে কারফিউ দেওয়া চলছে। আমি নিজে বাইরে যাওয়ার সময় কারফিউ পাস ব্যবহার করেছি