লেখকঃ তানজিমুল হক।
মুজিব মানে ?
মুজিব মানে
শক্তি,
মুজিব মানে
মুক্তি,
মুজিব মানে
স্বাধীনতা,
তিনিই মোদের মুক্তিদাতা,
তাঁর কথা শুনলে জেগে ওঠে সাহস বুকে,
তিনি থাকবেন চিরজীবন বাঙালির স্মরণে ।
নাম: মোঃ তানজিমুল হক শ্রেণি: ষষ্ঠ স্কুল: খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
মোঃ তানজিমুল হক নিজ হাতে খুব চমৎকার ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কবিতা ও ছবি এঁকেছে , তিনি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।