সম্পাদকঃ জয় আরিফ।
ছাগলনাইয়া বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
১১ জুলাই বৃহস্পতিবার ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজ হল রুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণার বিষয়ক উপ-কমিটির সদস্য, ফেনীর পরশুরাম কবি শামছুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডাঃ জাহানারা আরজু। তিনি ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন ,যৌতুক নিয়ে বক্তব্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম কমল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মৌলভী কলেজের অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা পিআইও মোঃ মাসুদ রানা, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন ও মোঃ এনায়েত উল্যাহ সোহেল প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।