সহ-সম্পাদকঃ জুলফিকার আলী।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন- মেট্রোরেলের সম্প্রসারণ, নতুন বিমানবন্দর নির্মাণসহ অবকাঠামো খাতে আরও ঋণ দেয়ার পাশাপাশি এদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (ওডিএ) পলিসি ডায়লগ সভায় এই আগ্রহ জানায় জাপানের প্রতিনিধি দল।
ইআরডি কর্মকর্তারা জানান, সভায় জাপানের প্রতিনিধিদল জানিয়েছে- তাদের দেশে কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। এই প্রয়োজন মেটাতে জাপানের বেসরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণে বাংলাদেশে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটি।
এর পরিপ্রেক্ষিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোও (বিএমইটি) জাপানের আগ্রহের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। জাপানের জন্য দুটি নিবেদিত (ডেডিকেটেড) প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে বিএমইটি। এই কেন্দ্রগুলোতে জাপানি ভাষাছাড়াও জাপান তাদের দেশের চাহিদা ও কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করবে।