নবশিখা ডেস্কঃ
পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্র ফের পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করেছে। আজ সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ জুন থেকে ইউনিটটি বন্ধ ছিল। ৪ জুলাইয়ের মধ্যে কেন্দ্রটি চালু করা হবে এমন প্রস্তুতি ছিল কেন্দ্রটির। তবে সময়ের আগেই সংস্কার কাজ শেষ করায় কেন্দ্রটির বন্ধ থাকা ইউনিটি চালু করা হয়েছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২৪৪ মেগাওয়াট। পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।