সম্পাদকঃ জয় আরিফ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে তারা। এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) দিনের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাটিং করতে নেমে রোহিত শর্মার ৩৯ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৭ রান ও সূর্যকুমার যাদবের ৪৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ইংল্যান্ড ২০ বল বাকি থাকতে ১০৩ রান করে অলআউট হয়। এতে করে ভারত ৬৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো ভারত। এবার তাদের সামনে তৃতীয় দল হিসেবে দু’বার শিরোপা জয়ের সুযোগ।