নবশিখা ডেস্ক।
বাংলাদেশ আওয়ামী লীগ ২০২৩ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। ২০২৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের আয় হয়েছে ২৭ কোটি ১৪ লক্ষ ৩৫ হাজার টাকা। এসব আয়ের উৎস হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন পরম বিক্রি এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ভাড়া ও ম্যাগাজিন বিক্রিসহ অন্যান্য খাত থেকে এসব আয় হয়ে থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কোষাধক্ষ্য সাবেক সংসদ সদস্য আশিকুর রহমান। আয়ের পরিবর্তে মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লক্ষ ৩১ হাজার টাকা। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের একাউন্টে মোট জমা আছে ৯০ কোটি ৫৫ লক্ষ ৩১ হাজার টাকা।