নবশিখাঃ ডেস্ক।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ চেক হস্তান্তর করেন অর্থ সচিবের কাছে৷ পদ্মা সেতু নির্মাণে গৃহীত ঋণের ৭ম ও ৮ম কিস্তি হিসেবে ৩’শ ১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়৷
এদিকে জানা গেছে, চলতি মাসেই নির্ধারিত ৩২ হাজার কোটি টাকার মধ্যেই শেষ হতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্প। এ মাসেই বন্ধ হচ্ছে বাঙালির স্বপ্নের এ প্রকল্পের ফাইল।
কর্তৃপক্ষ বলছে, নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সব শেষ কিস্তি শোধ করলেও ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে। এরইমধ্যে নদী শাসনের সুফল ভোগ করছেন পদ্মার দুপাড়ের মানুষ। চোখের সামনে এমন পরিবর্তন দেখে তাদের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী বশে আনার এ প্রক্রিয়া।
২০২২ সালের ২৫ জুন স্বপ্ন যাত্রা শুরু এ সেতু দিয়ে। আর মাত্র কয়েটা দিন। এ মাসেই শেষ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিলো নদী শাসনের কাজ। ২০১৪ সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে ৮ হাজার ৭০৮ কোটি টাকায় নিয়োগ দিয়েছিলো সেতু কর্তৃপক্ষ।
দুপাড়ে ১৬ কিলোমিটার নদী শাসন শেষ। গত বছরের সেপ্টেম্বরে ব্যয় একদফা বেড়ে নদী শাসনের খরচ দাড়ায় ৯ হাজার ৫৮৬ কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও হাজার কোটি টাকা দাবি করে সিনোহাইড্রো।
এর আগে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সময় সংবাদকে জানান, যাচাই-বাছাই শেষে বাড়তি টাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এটাই হবে পদ্মা সেতু প্রকল্পের বড় মাপের সব শেষ পেমেন্ট। তবুও প্রকল্পের মোট বাজেট ৩২ হাজার কোটি টাকার মধ্যেই থাকবে।