অনলাইন ডেস্ক।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আপাদমস্তক একজন ব্রাজিল ভক্ত। তবুও বুধবার (২৬ জুন) সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার ম্যাচ। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
দেশের একটি গণমাধ্যমকে ফারিণ বলেন, আমি এখনো ব্রাজিল সমর্থক। ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?-এমনটা আমি বিশ্বাস করি না। খেলা নিয়ে ঘৃণা ছড়ানো উচিত নয়। খেলাটাকে উপভোগ করাটা জরুরি।