সহ-সম্পাদকঃ জুলফিকার আলী।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কির্তী বর্ধন সিংসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ লালগালিচা অভ্যর্থনার পাশাপাশি ছিলো শিল্পীদের সাংস্কৃতি পরিবেশনা। জানা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর খুব গুরুত্বপূর্ণ এবারের সফরে বেশ কিছু চুক্তি সই হতে পারে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন বিশেষজ্ঞরা।