আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ময়মনসিংহ বিভাগীয় সবুজ ও লাল দল ঘোষণা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির ছোট ছেলে।
শুক্রবার (৩১ মে) ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিএনপির ক্রীড়া সম্পাদক সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মো. আমিনুল হক, পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন, মীর শাহে আলম, প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সাহেল প্রিন্স।
টুর্নামেন্টের প্রস্তাবিত ভেন্যু ময়মনসিংহ। আর খেলা মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২২ জুন। ময়মনসিংহ দক্ষিণ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা নিয়ে সবুজ দল এবং ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর এবং শেরপুর জেলা নিয়ে লাল দল গঠন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমকে সবুজ দলের সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়া, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সহ-সমন্বয়ক করা হয়।
অপরদিকে, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামকে লাল দলের সমন্বয়ক করা হয়েছে। এ ছাড়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক লিটন আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলমকে সহ-সমন্বয়ক করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় খেলা পরিচালনা কমিটিতে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. ওয়ারেস আলী মামুন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রয়েছেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপির আবু ওহাব আকন্দের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- কাজী রানা যুগ্ম আহবায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি, শিব্বির আহাম্মেদ বুলু যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি, ফারাজানা রহমান হোসনা যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি, আক্তারুজ্জামান বাচ্চু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, শামীম আজাদ যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি, এম এ হান্নান যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি, ডা. রানা যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, ফাত্তা খান যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য (দপ্তরের দ্বায়িত্বে) সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম খলিল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য (সহ-দপ্তর) মো. হাসনাইন সজীব, ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মামুনসহ স্থানীয় ফুটবল খেলোয়াড় ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।