সম্পাদকঃ জয় আরিফ।
বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাধিকা মার্চেন্ট। ছেলের বিয়েতে মুকেশ আম্বানি দুই হাত খুলে খরচ করেন। সব মিলিয়ে রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
ভারতের মুম্বাইয়ে চলছে বিশ্বের ১১তম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ের আনুষ্ঠানিকতা। সাত মাস ধরে চলা রাজকীয় সব আয়োজন নজর কেড়েছে পুরো বিশ্বের।
আনুষ্ঠানিকভাবে খরচ নিয়ে আম্বানি পরিবার থেকে গণমাধ্যমে এখনও কিছু জানানো হয়নি। তবে ইন্ডিয়ান টাইমস, বিবিসি ও ফোর্বস’র বরাতে জানা গেছে, বিয়েতে মোট খরচ হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা। যদিও তা আম্বানির পরিবারের মোট সম্পত্তির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। বিশাল এই টাকা ব্যয় হচ্ছে নামি-দামি শিল্পীদের বুকিং খরচ, জেট বিমান ভাড়া, সুবিধাবঞ্চিতদের ভোজ আয়োজন সহ অন্যান্য খাতে।