কুরবানি উপলক্ষে ১৫ লাখ টাকার সেই ছাগলটি কেউ নেননি বলে জানা গেছে। রাজধানী মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান, আলোচিত সেই তরুণ শুধুমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে এখনও নিয়ে যাননি
আরও পড়ুন : বুকিং মানি দিয়েও ১৫ লাখের খাসি নেননি সেই রাজস্ব কর্মকর্তার ছেলে
তবে ঈদ শেষ হয়ে গেলেও কুরবানির জন্য ছাগলটি কিনতে বুকিং মানি জমা দিয়ে শেষ পর্যন্ত ছাগলটি খামার থেকে নেননি। এমনকি বুকিং মানিও ফেরত নেননি সেই তরুণ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।